Header Ads

Bangla Hadis


আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত মুহাম্মদ (সাঃ ) বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে, তখন তার রবের সবচাইতে নিকটবর্তী থাকে| কাজেই…
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত মুহাম্মদ (সাঃ ) বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে, তখন তার রবের সবচাইতে নিকটবর্তী থাকে| কাজেই তোমরা সিজদায় গিয়ে বেশি করে দোয়া করো |
[মুসলিম, রিয়াদুস সালেহীন – ১৪৯৮ ] 
হযরত (সাঃ ) বলেন, বরকতের দিক থেকে মর্যাদাপূর্ণ বিবাহ হচ্ছে, যে বিবাহে মোহর অল্প হয় | (আল হাদিস )

bangla hadis

bangla hadis, hadis, islamic hadis, hadis bangla,

Bangla Quran

bengali hadees, islamic bangla hadis
রাসূল(সাঃ ) বলেন, যে ব্যক্তি আল্লাহরজিকির করে এবং যে ব্যক্তি তার জিকির করে না উভয়ের উপমা জীবিত এবং মৃত্যের ন্যায় | (আল হাদিস )

bangla hadis

bangla hadis, hadis, islamic hadis, hadis bangla,

Bangla Quran

bengali hadees, islamic bangla hadis
ইবনে আব্বাস বর্ণনা করেছেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন: যে ব্যক্তি জানে যে পাপ ক্ষমা করার ক্ষমতা আমার রয়েছে, আমি তাকে ক্ষমা করে দেব এবং আমি দ্বিধা করব না যতক্ষণ না সে আমার সাথে অন্য কাউকে শরিক করে |” Source: al-Mu’jam al-Kabīr 11615 
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত: আল্লাহর রাসূল বলেছেন, “মুমিনের উদাহরণ হ’ল তাজা কোমল গাছ; বাতাস যেদিকে আসে সেদিকেই তা বাঁকায় | কিন্তু বাতাস যখন শান্ত হয়ে যায়, তখন তা আবার সোজা হয়ে যায়। একইভাবে, একজন মুমিন দুর্যোগে ভুগছেন (তবে তিনি ধৈর্য ধরে রয়েছেন যতক্ষণ না আল্লাহ তাঁর অসুবিধা দূর করেন।) আর একজন অবিশ্বাসী দুষ্ট ব্যক্তি পাইন গাছের মতো, যা আল্লাহ ইচ্ছা অবধি কাটা (ভেঙে) রাখার আগ পর্যন্ত কঠোর ও সরল রাখে। ” Sahih Al-Bukhari – Book 70 Hadith 547

No comments

Powered by Blogger.